কালীপুজোর আগে পঞ্চায়েত সমিতির সাফাই অভিযান

সেখ সামসুদ্দিন, ১১ নভেম্বর : মেমারি থানার আমাদপুর গ্রামে মহা ধুমধামে হয় কালীপুজো, প্রায় ঘরে ঘরে দেখা যায় কালীপুজো হয়। তার মধ্যে বড়মা, মেজ মা, সেজ মা, ছোটমা কালীর গুরুত্ব অনেক বেশি। সেই গ্রামে পুজোর আগে আজ সকালে মেমারি ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সাফাই অভিযান করা হয়। রাস্তার দুই পাশের গাছ গাছালি কেটে ঝাঁটিয়ে পরিষ্কার, ব্লিচিং পাউডার ছড়ানো ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমিকম্প কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন সহ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা এবং পঞ্চায়েতের সাফাই কর্মীরা যোগ দেন এই অভিযানে। সভাপতি ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ জানান ১০০ দিনের কাজের লোকেদের এইসব কাজে লাগানো যাচ্ছে না কেন্দ্রীয় সরকার টাকা আটকে দেওয়ায়। ফলে নিজেদেরই উদ্যোগ নিতে হচ্ছে এই ধরনের কাজে এবং পাশাপাশি এলাকাবাসীকে বার্তা দেওয়া হচ্ছে তারা যেন নিজেদের স্বচ্ছতা নিজেরা বজায় রাখেন।