|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে হাইমাসের আলোয় আলোকিত হল চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটা মোড়। চাঁচল থানার মধ্যে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতকে একটি শেষ সীমান্ত বলে চিহ্নিত করা হয়। উল্লেখ্য, যেখানে আজ থেকে কয়েক বছর পূর্বে সন্ধ্যা নামার সাথে সাথে নিরবতা বিরাজ করত। রাস্তায় মানুষের দেখা পাওয়া যেত না! সেই সব এলাকায় বৃহস্পতিবার আলোর ন্যায় পেয়েছে সাধারণ মানুষ। এই পঞ্চায়েত এলাকার তিনটি গ্রামের মোড়ে তিনটি হাই মাস লাইট বসিয়েছে এদিন পঞ্চায়েত প্রশাসন। যেমন দুই লক্ষ বরাদ্দকৃত অর্থে সেরবাবর গ্রামে দুটো হাইমাস লাইট আবার অন্য দিকে ঢিল ছোড়া দুরত্ত্ব গৌরীপুর গ্রামে বসিয়েছে একটি হাইমাস বলে জানান ভগবানপুর গ্রাম পঞ্চায়েত সমিতি সদস্য সাহাজান আলী।
স্থানীয় বাসিন্দা রফিকুল হোসেন জানান, আধাঁর হলেই গৃহবন্দী হয়ে পড়ত মহানন্দা নদী সংলগ্ন তিন গ্রামের তিন হাজার পরিবার। অন্ধকারের জেরে এলাকায় দুষ্কৃতিতের দাপট ছিল রমরমা। হাইমাসে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।