|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: ২১ নভেম্বর
বেসরকারি যাত্রীবাহী বাস সরানো কে কেন্দ্র করে বাস চালক ও ট্যাক্সিচালকের মধ্যে বচসা। তার জেরে টানা তিন ঘণ্টা বন্ধ থাকল চাঁচল ও মালদা রুটের যাত্রীবাহী বাস পরিষেবা।
বৃহস্পতিবার সকাল ন’টা থেকে বন্ধ থাকে চাঁচল ও মালদা রুটের যাত্রীবাহী বাস। আর এই বাস পরিষেবা বন্ধ থাকার ফলে চরম দূর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
জানা যায়, চাঁচল নজরুল বাসস্ট্যান্ডে ৮১ নং জাতীয় সড়কে রাস্তা আটকে একটি যাত্রীবাহী বাস ঘোরানোর সময় পিছন দিকে থেকে আটকে পড়ে একটি ট্যাক্সি।
অভিযোগ, রাস্তা আটকে থাকায় সেসময় ট্যাক্সিচালক বাসচালককে গালিগালাজ করে। আর তার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ট্যাক্সি চালকদের অভিযোগ, বড় বাস চালক প্রথমে ওই ট্যাক্সিচালকের গায়ে হাত তুলে। পাল্টা মারধরের অভিযোগ তুলেছে ট্যাক্সি ইউনিয়ন। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে বিবাদ। তার জেরে টানা তিনঘন্টা বন্ধ থাকে চাঁচল মালদা রুটের যাত্রীবাহী বাস পরিষেবা। গোটা ঘটনাকে কেন্দ্র করে বাস পরিষেবা ব্যাহত হলে চরম সমস্যায় পড়তে হয় এদিন নিত্যযাত্রীদের।
এবিষয়ে দু পক্ষই চাঁচল থানার প্রশাসনের দ্বারস্থ হয়। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে। তবে ঘন্টা তিনেকের পর পুলিশের হস্তক্ষেপেই বাস পরিষেবা স্বাভাবিক হয়।