পুলিশ বনাম গাড়ি চালকদের প্রীতি ফুটবল ম্যাচ বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূম জেলা পুলিশের সৌজন্যে ও খয়রাশোল থানার উদ্যোগে এই থানা এলাকার টোটো, অটো সহ বিভিন্ন গাড়ী চালকদের নিয়ে গতকাল পাঁচড়া হাইস্কুল মাঠে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের যে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে সেই কর্মসূচীর একটা অংশ বা পথ নিরাপত্তার প্রচার। পুলিশ বনাম গাড়ি চালকদের খেলাকে ঘিরে এলাকার উৎসাহী মানুষের সমাগমে খেলার মাঠ জমজমাট হয়ে ওঠে। খেলার ফলাফলে দেখা যায় খয়রাশোল পুলিশকে ৪-০ গোলে পরাজিত করে গাড়ি চালকদের দল।