|
---|
আজিজুর রহমান,বুদবুদ : আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। বুদবুদ থানার ব্যাবস্থাপনায় বুদবুদ ধর্মশালা কমিউনিটি হলে শিবিরটি আয়োজন করা হয়। সবুজায়নের লক্ষে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। তাছাড়াও একটি করে সার্টিফিকেট উপহার দেওয়া হয়। থানা সুত্রে জানা গেছে, এদিনের শিবিরে থেকে মোট ৭০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। যা পশ্চিম বর্ধমানের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের পক্ষ থেকে সংগ্রহ করা হয়। একদিকে রক্তদান, অন্যদিকে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন বুদবুদ ওসি মনোজিত ধারা। শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনাররেটের ডেপুটি পুলিশ কমিশনার কুমার গৌতম, কাঁকসা এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী, বুদবুদ থানার ভারপ্রাপ্ত ও সি মনোজিত ধারা সহ অনেকে।