|
---|
বাবু হক, নতুন গতি : হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের আমতা ২ ব্লক, জয়পুর থানার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক ওস্তাজী পাড়ার নিকট ভগ্ন কাঠের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হতে হচ্ছে এলাকার কৃষক ও আপামর জনসাধারণকে আর কৃষি যন্ত্রপাতি ও ফসল ঘুর পথ দিয়ে নিয়ে যেতে হচ্ছে বড়ো কোন বিপদ ঘটলে তার দায় দায়িত্ব ও ক্ষতীপূরণ সম্পূর্ণ দিতে হবে সেচ দপ্তর ও প্রসাশনের কর্মকর্তাদের কারণ দপ্তরের দায়িত্বে থাকা ঠিক ঠাক দেখভাল না হওয়ার কারণে ও সংকৃন দৃষ্টি ভঙ্গির কারণে ও এক কুচক্রীর চক্রান্তে এলাকার কৃষক ও আপামর জনসাধারণের দীর্ঘ দিনের দাবি এই স্হানে কাঠের সেতুর যেগায় কংক্রিটের পাকাপোক্ত সেতু নির্মাণ করতে হবে।২০১৬ সালের বিদ্ধংসি বন্যার পর থেকে ক্রমশ সেতুটির খারাপ অবস্থা। এই সেতু দিয়ে দিনে শতাধিক মানুষ যাতায়াত করে গৃহে ও স্কুল ,কলেজ, বাজার, অফিস কাছারিতে, কৃষি কাজে, এই অমরাগড়ি, ঝামটিয়া, জয়পুর গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক, চকজনার্দ্দন, কলসডিহি প্রভৃতি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। অথচ এক কুচক্রী চক্রান্ত করে শাষক দলের নেতা পরিচয় দিয়ে নিজের আখের গোছাতে মাঠে নেমেছে দলের নেতা কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে উচ্চ নেতৃত্ব কে কব্জা করে দলকে রসাতলে পাঠিয়ে দিনের পর দিন পুলিশ প্রশাসনে প্রভাব বিস্তার করে এলাকার নিরিহ মানুষকে ছিনিমিনি খেলছে আর নিজ বাড়ির উঠোন থেকে সেচ দপ্তরের অর্থে লাগতাই ইট পাতা পথ ও ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করতে বাস যাওয়ার মত কাঠের সেতু নির্মাণ করে নিয়েছেন ও পাকাপোক্ত করতে মাটি পরীক্ষা করে নিয়েছে সেচ দপ্তর কে দিয়ে কেবল সময়ের অপেক্ষা বলে জানা যায়। অথচ পূর্বের কাঠের সেতু ঘনশ্যামচক ওস্তাজী পাড়ার নিকট এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস ,মসজিদ, কৃষি ক্ষেত্রে নিত্য যাতায়াত,ঘনশ্যামচক কুল মশায় খানে তরীকতের জুমলা পীরের আস্তানা, পীরে কামেল শাহ্ শুফী হজরত মাওলানা সেখ আব্দুল ওয়াহেদ চিস্তী কাদেরীর মাজার,তদীয় খলিফা মেজলা শাহজাদা পীরে কামেল শাহ্ শুফী হজরত মাওলানা সেখ মহম্মদ জহুরুল হক চিস্তী কাদেরীর মাজার জিয়ারত করতে ও বাৎসরিক ওরশ মোবারকে দেশ বিদেশের ভক্ত সমবেত হয় এখানকার কাঠের সেতুর বেহাল দশা এখানে পাকাপোক্ত কংক্রিটের সেতুর দাবি উপেক্ষিত হচ্ছে এলাকার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে আর কুচক্রীর কাঠের সেতু সংস্কার ও পাকাপোক্ত করার জন্য মাটি পরীক্ষা হয়ে যাচ্ছে এটা চরম দৃষ্টি কটু কর বিষয় বলে জানান এলাকাবাসীর অনেকেই। পার্শ্ববর্তী এলাকায় দেখা গেল এই আধুনিক যুগে মানুষ কত অসহায় তাঁরা বাধ্য হয়েছে তাল গাছের ডোঙ্গা করে পর হচ্ছেন অমরাগড়ি দক্ষিণ মণ্ডল পাড়া জলনিকাশি খালের ওপর পূর্বে বাঁসের সাঁকো দিয়ে যাতায়াত করতেন ২০১৬ বন্যা পরবর্তী দিনমজুর পরিবারের সদস্যরা আর নিজ নিজ খরচে বাঁসের সাঁকো তৌরী করতে পারে না বাধ্য হয়ে ঘুর পথে বা ডোঙ্গাতে করে পারাপার করেন এই এলাকার কৃষক ও জনগণের দাবি নতুন কাঠের সেতু নির্মাণ করা হোক বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে ও কোন সুরাহা হয়নি আজও এই নিয়ে এলাকায় ক্ষোভের আগুন ঘুরপাক খাচ্ছে। অপরদিকে ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য জয়পুরে বিপদ জনক সেতুর বোর্ড ঝোলানো হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে , সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর বলে জানিয়েছেন হাওড়া জেলা পরিষদ কৃষি সেচ কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল অগ্রনী ভূমিকা পালন করছে আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।সেচ দপ্তর সূত্রে জানা গেছে এই কাঠের সেতুর দৈর্ঘ্য ৩৪ মিটার,প্রস্হ ২”২ মিটার নির্মাণের খরচ ১১ লাখ টাকা তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের উপকারে আসবে এই নতুন ভাবে করে দেওয়া সেতু কেবল সময়ের অপেক্ষা।