কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : গতকাল সোমবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর টেস্টস্টাইল কলেজ মোড়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পথসভা ও যোগদান সভার আয়োজন করা হয়। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ু গোপাল মুখার্জির নেতৃত্বে আয়োজন হয় এই বিক্ষোভ সভা। উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

    রাজ্য সরকারের পাওয়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে GST ও আমফানে খয়খতি বাবদ বরাদ্দকৃত অর্থের দাবিতে আয়োজন হয় কালকের বিক্ষোভ সমাবেশ। কালকের এই বিক্ষোভ সভা থেকে টাউন তৃণমূল সভাপতি নাড়ু গোপাল মুখার্জি বলেন কেন্দ্র সরকার ব্যবসা করতে নেমেছে। আমফানে ক্ষতিগ্রস্ত অসহায় সাধারণের মানুষের জন্য বরাদ্দ হয়েছে ৫৪,০০০ কোটি টাকা, কিন্তু এই টাকা কেন্দ্র সরকারের তরফে দেওয়ার কোনো আলোচনায় নেই।

    কালকের এই সাভার নেতৃবৃন্দুর তরফে জানানো হয় এখানে এই সভায় বিপুল পরিমাণ লোক উপস্থিত হয়ে যেতো কিন্তু সকলে নিষেধ করা ছিল তবুও কয়েক হাজার লোক উপস্থিত হয়ে যায়। উক্ত সভাতেই বহরমপুর পৌরসভার ৬ নাম্বারজোন থেকে প্রায় ১৫০ জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল নেতৃত্ব।

    কালকের এই বিক্ষোভ সভা থেকেই অধীর রঞ্জন চৌধুরী কে চ্যালেঞ্জ ছুড়ে দেন জেলা তৃণমূল সহ সভাপতি ও জেনারেল কোয়ারডিনেটর অসক দাস মহাশয়। তিনি বলেন আজকের এই দিনটা খুশির দিন সবাই মনে রাখবেন। আমরা আগামী বিধানসভা নির্বাচনে এই বহরমপুর থেকে কংগ্রেস কে মুছে দেবো। বহরমপুর তৃণমূল কংগ্রেসের দখলে আসবে।