|
---|
মহঃ জামালউদ্দিন,নতুন গতিডেস্ক: দেশের কাছে অল্পসময়ের মধ্যেই পরিচিতি লাভ করেছে অভিনন্দন।তার সাহসিকতার পরিচয় আজ দেশবাসীর মুখের মধ্যে। তাই অভিনন্দনের বীরত্বপূর্ণ ও সাহসিকতার জন্য,রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোস্তরা বললেন,পাঠ্যবইয়ের মধ্যে আসতে চলেছে অভিনন্দনের বীরত্বের কথা।কিন্তূ কোন শ্রেণির অধ্যায়ে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। পাকের F-16 যুদ্ধ বিমানকে যে ভাবে গূলি করে নামিয়ে ছিলেন,তাই তার ঐতিয্যপূর্ণ কার্যোকালাপ ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে নয়া নজির গড়েছেন।