পিচ রাস্তার শুভ শিলান্যাস করলেন সংখ্যালঘু প্রতিমন্ত্রী

জাকির হোসেন সেখ,উস্থি, দক্ষিণ চব্বিশ পরগনা:দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহায়তায় ৪৬ লক্ষ টাকা অর্থ বরাদ্দে উস্থির সুকুমার পোটর বাড়ি থেকে দেউলা গাজীর মোড় পর্যন্ত নতুন গ্রামীণ পিচ রাস্তার শুভ শিলান্যাস হলো আজ। শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।

    এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পুরণ হচ্ছে বলে সকলেই খুশি। এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল এই রাস্তাকে নতুন করে পিচ রাস্তা করতে হবে। যাতে কৃষকরা তাদের পণ্য পরিবহনে চার চাকার ছোট যান সহ মটরভ্যান এবং সাধারণ মানুষ যাতে অটোরিকশা, টোটো ইত্যাদির সাহায্য নিতে পারেন। এইসব যান চলাচলে অনেক বেকার যুবকের‌ও কর্মসংস্থান সম্ভব হবে।


    গত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় বার প্রার্থী হয়ে গিয়াসউদ্দিন মোল্লা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেশিরভাগই পুরণ করতে পেরেছেন। আজ তিনি এই পিচ রাস্তার সুচনা লগ্নের উদ্বোধনী অনুষ্ঠানেও সেকথা বললেন। কারণ, জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় এই রাস্তা হলেও এর পিছনে ঐকান্তিক প্রচেষ্টা আর পরিশ্রম যে সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার- এলাকা বাসীই সেকথা স্বীকার করছেন। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তথা দক্ষিণ পরগনা জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান মোল্লা, মগরাহাট ১নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানবেন্দ্রনাথ মন্ডল, জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।