|
---|
জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে পৌরএলাকাকে মশার বংশ বিস্তার রোধ ও প্রতিরোধ করতে গঙ্গারমাপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের উদ্যোগে গঙ্গারামপুর পৌরসভার ১৮ টি ওয়ার্ডকে মশা মুক্ত করার জন্য গাপ্পি মাছ ছাড়া হলো পৌরসভার রবীন্দ্র ভবনের পার্শ্ববর্তী ক্যানেলে। এই গাপ্পি মাছ ছাড়ার ফলে গঙ্গারামপুর পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা মশা মুক্ত হবে এবং মশার বংশ বিস্তার ধ্বংস হবে বলে পুরসভা সূত্রে খবর, পাশাপাশি এলাকার মানুষ ও পৌর বাসিন্দারা সুবিধাভাবে বসবাস করতে পারবেন তার পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমগ্র গঙ্গারামপুরবাসীরা।