সড়ক দুর্ঘটনার অন্যতম কারন জেনে নিন

সেখ আতিউল্লা (সম্রাট) নতুন গতি, পূর্ব মেদিনীপুর: অক্সিডেন্ট এর বিভিন্ন কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো – যেখানে সেখানে রাস্তার পাশে গাড়ি রেখে মাল লোডিং , আনলোডিং করা ।
রোড রাস্তাতেই এভাবে দিনের পর দিন গাড়ি রেখে নানান জিনিস লোডিং , আনলোডিং এর কাজ প্রতিনিয়তই বেড়ে চলেছে । এদিকে রাস্তাতে চলাচল করা থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলাচল করতে খুবই ব্যাহত হচ্ছে । পুলিশ প্রশাসন সহ নির্দিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত ও কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে এই কারণে দিনের পর দিন রাস্তাতে অক্সিডেন্ট এর পরিমাণ ক্রমান্নয়ে বেড়েই চলেছে। তো আমরা কবে এগুলো থেকে রেহাই পাবো। এ ই খবর টি এখন যিনি পড়ছেন , হয়তো তিনিও কোনো সময় উক্ত কারণে অক্সিডেন্ট এর মুখোমুখী হয়েছেন, হয়তো বা ভবিষ্যতে এর মুখোমুখী হবেন, টা নিয়ে কোনো সন্ধেও নাই। তো যাই হোক এখানে একটাই কথা বলবো পুলিশ প্রশাসন এদিকে একটু নজর দিক। অন্যথায় দিনের পর দিন অক্সিডেন্ট এর পরিমাণ বাড়তে থাকবে ।