গোঘাটের হাজিপুরে সম্প্রীতি সভা

নতুন গতি প্রতিবেদক, হাজীপুর: গোঘাটের হাজিপুর বাজার সংলগ্ন ময়দানে হাজিপুর বিশ্বনবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে এক সম্প্রীতি সভার আয়োজন করা হয় আজ।
এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরামবাগ আল আলম মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক । তিনি বলেন এই পশ্চিম বঙ্গের মাটি রবীন্দ্র-নজরুলের মাটি, বাংলার মানুষ হিংসা, দাঙ্গা, মারামারি-হানাহানি পছন্দ করে না। এখানে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে, তাই সকলকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান ।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব সেখ হাসান ইমাম , তিনি বলেন “রবীন্দ্র-নজরুলের দেশে যে ভাবে সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়াচ্ছে এক ধরনের অসাধু মানুষ, যার ফলে তৈরি হচ্ছে অসহিষ্ণুতা, বিভাজন সহ বিভিন্ন ঘটনা। এই ধরনের ঘটনাকে এড়াতে নিজের ধর্ম কে জানার সাথে সাথে অপরের ধর্মটা ভালো করে জানা দরকার বলে মনে করেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আশীষ বরন সামন্ত , গোঘাট ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি
অনিমা কাটারি , গোঘাট ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রভাত ব্যানার্জী , বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবি মঞ্চের জেলা সভাপতি আবরার সাইদী, হাজিপুর বিশ্বনবী দিবস উদযাপন কমিটির সভাপতি মীর আফসার আলি , শিক্ষক অমিতাভ বেরা প্রমুখ।
সমগ্র সভাটি পরিচালনা করেন গৌতম চক্রবর্তী ।