দক্ষিণ চৌহাটীর "মদিনা নগর মাদ্রাসা" য় হাজী সংবর্ধনা ও NRC সচেতনতা শিবির অনুষ্ঠান

জাহির হোসেন, নতুন গতি : দক্ষিণ চৌহাটীর “মদিনা নগর মাদ্রাসা” য় হাজী সংবর্ধনা ও NRC সচেতনতা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। প্রায় শতাধিক লোকের সমাগম হয় আজ। ৭০ জন হাজী সাহেব গনকে সংবর্ধনাও দেওয়া হয়।
NRC সমন্ধে হাজী আবদুল্লাহ সরদার সাহেব অতি সহজ ভাষায় জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন একই সঙ্গে NRC আসলে কি? বিষয় বস্তু নিয়ে আলোচনাও করেন।
দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়েত উলামা হিন্দের সম্পাদক মুফতি আমিনুদ্দিন সাহেব জানান, NRC হোক বা না হোক আমাদের সমস্ত ডকুমেন্টস গুলির তথ্য যাচাই করে নেওয়া উচিত সঙ্গে ভুল থাকলে সংশোধনও করেনেবেন।
পশ্চিমবঙ্গ ও রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক আব্দুর রহমান মোল্লা বলেন NRC হবেনা আর হতেও দেব না। NRC র ভয় দেখিয়ে সর্ব জাতিকে বিজেপি নিজেদের দিকে টানার চেষ্টা করছে। আপনারা চিন্তা করবেন না , আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি সর্বসময় আপনাদের সহযোগিতা করবো।
শিশু বিকাশ একাডেমী র সম্পাদক আবুল কাশেম মুন্সি বলেন আমরা যারা মিশন, মাদ্রাসা, স্কুল চালাচ্ছি আমরা যেনো আলাদা আলাদা ভাবমূর্তি নিয়ে এগোই। মিশন বা স্কুল কেবলমাত্র একাডেমিক শিক্ষা দেবে না আবার সেই রকমভাবে মাদ্রাসা কেবলমাত্র আরবী শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা। আমরা সমস্ত সংস্থানেই আরবী থেকে শুরু করে ইংরেজি, বাংলা, অংক সমস্ত রকম শিক্ষা যদি দিতে পারি তাহলে আমাদের সমাজের উন্নতি হবে, জাতির মঙ্গল হবে। আমাদের ছেলে-মেয়েদেরও উন্নতি হবে, একই সঙ্গে আমাদের গতি বাড়বে, আমরা সর্ব জায়গাযর প্রতিযোগিতাতে জিততে পারবো।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাজী ইউসুফ মোল্লা, প্রদীপ বার্তা পত্রিকার সাইফুদ্দিন মণ্ডল প্রমুখ।
সভা পরিচালনা করেন মদিনা নগর ইসলামিক এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক ইমাম হোসেন মাযাহিরী সাহেব। সর্বশেষে প্রবীণ বিখ্যাত আলেম মুফতি লিয়াকত সাহেব দোয়ার মাধ্যমে সভা শেষ করেন।