|
---|
আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, কলকাতা:
গতকাল সল্টলেক সেক্টর ফাইভ, টি সি এস গীতবিধান এ বৈকাল ৪ ঘটিকায় পরীক্ষা শুরু হবে বলে পরীক্ষার্থীদের ৩.১৫ এর পর থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পরীক্ষা শুরু হয় নি, দায়িত্বে থাকা শিক্ষকদের জিজ্ঞাসা করলে,উনারা বলেন যে সার্ভার স্লো বলে প্রশ্ন আসতে সময় লাগবে, কিন্তু এভাবে অপেক্ষা করতে করতে সন্ধে ৬ টা হয়ে গেলেও যখন প্রশ্ন আসে না তখন পরীক্ষার্থীদের প্রায় সবাই এক্সাম কেন্দ্রে ভাঙচুর করে।
পরীক্ষাকেন্দ্র রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সল্টলেক থেকে পুলিশ এসে পরীক্ষার্থীদের লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। শেষ পর্যন্ত পুলিশকে কেন্দ্র করে পরীক্ষার্থীরা ইট, পাথর ছুড়তে থাকে। পুলিশ শেষ পর্যন্ত লাঠি দিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। উল্লেখ্য আজ কিন্ত আর উক্ত সেন্টারে ওই পরীক্ষা হয়নি। এখন পর্যন্ত পরীক্ষাটি নিয়ে রেলমন্ত্রী মুখ খোলেনি।