|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প ঘোষনা করেছেন, সাধারণ মানুষের সুবিধার্থে, প্রকল্প দুয়ারে সরকার। বিভিন্ন থানার জিপি এলাকার যে সব সাধারণ মানুষ এতদিন বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, সে সমস্ত মানুষকে আর যাতে অসুবিধা ভোগ না করতে হয় তার জন্য মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্পের সুচনা করেন। কন্যাশ্রী, খাদ্য-সুরক্ষা, জব কার্ড, বিধবা ভাতা, বেকার ভাতা, ঐক্যশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী যাদের এখনো হয়নি, বাদ পড়েছেন , সেই সমস্ত মানুষ যাতে এই সব সুবিধা যাতে পান, তার জন্য দুয়ারে সরকার প্রকল্প। বাসন্তী ব্লকের মধ্যে প্রথম এই দুয়ারে সরকার প্রকল্পের সুচনা হয় চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতে। এই জিপি এলাকার হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয় চড়াবিদ্যা জিপিতে। এখানে আসা প্রতিটি মানুষকে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়। অফিসাররা বিভিন্ন সমস্যা নিয়ে আসা লোকজনকে সব কিছু ভাল করে বুঝিয়ে দেন।
সেই কবে আমফান হয়ে গেছে, তার সাহায্য এখনো পাননি, বেকার ভাতা ও বিধবা ভাতা ও এখনো অনেক অসহায় পূরুষ ও মহিলা পাননি বলে আমাদের সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনে একরাশ ক্ষোভের সঙ্গে জানান তারা। এ উপলক্ষে উপস্থিত ছিলেন বাসন্তী ব্লক বিডিও সৌগত সাহা, চড়াবিদ্যা জিপি প্রধান শম্পা মন্ডল, বিপিএস এর পূর্ত কর্মাধ্যক্ষ পতিত হাজারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে বাসন্তী বিডিও সৌগত সাহা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে এবং মানুষের দুয়ারে দুয়ারে এসে আমরা সমস্থ রকম সাহায্য সুবিধা করতে পেরে আমরা নিজেরা খুশি।