রাতের আঁধারে জমি থেকে পেয়াজ চুরির আতঙ্ক, নৈশ পাহারায় টিটিয়া- জামালপুরের চাষীরা

 

    উজির আলী,নতুন গতি,চাঁচল:

     যে পেঁয়াজ নিয়ে এত আলোচনা সেই পেঁয়াজে মাঠ ভরেছে কৃষকের। সংকটের বাজারে মিলবে ভালো দাম হাসি ফুটবে কৃষকের মুখে। এমন ভাবনার মাঝে কৃষকের কপালে দুশ্চিন্তার ছাপ। ক্ষেত থেকে অতি মূল্যবান এই ফসল দুষ্কৃতিরা চুরি করতে পারে।

    রাতের আধারে উত্তর দিনাজপুরের ইটাহার থানার টিটিয়-জামালপুর গ্রামের কৃষক রিটন আলীর ক্ষেত থেকে পেঁয়াজ চুরির আতঙ্ক, টর্চের আলো দেখলেই কেমন যেন সন্দেহ হয় তাদের। এরপর থেকেই আতঙ্কে সেখানকার কয়েকজন পেঁয়াজ চাষী। তাই রাত জেগে ক্ষেত পাহারার আয়োজন করেছে জামালপুরের কৃষরা। 

    পেয়াজের অগ্নি মূল্যে মালিকই এখন প্রহরী।স্থানীয় কৃষক রিটন আলী এবার ০৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছে। সোনার ফসল বর্তমান পেঁয়াজ। তাই শীতকালীন নিশিতে প্রহরীর কাজে লিপ্ত হয়েছে দম্পতি।