|
---|
নিজস্ব সংবাদদাতা: বড় রাংরস গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত হাতিধুরায় সেতু তৈরীর দাবিতে বিডিও অফিসের সামনে ১৭ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । দীর্ঘ দিন থেকে এই সেতু বেহাল অবস্থায় রয়েছে । ফলে বিপাকে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ । সেই সেতুর দাবিতে পথ অবোরধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।
প্রায় ৪৫ মিনিট ধরে অবোরধ চললে বন্ধ হয়ে যায় যান চলাচল । অবশেষ বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা । বিডিও এর পক্ষ থেকে একমাস সময় নেওয়া হয় বলে জানানো হয় । অবোরধকারীরা জানায় , একমাসের মধ্যে কোন সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে ।