বিধানসভার বাদল অধিবেশনে আর যোগ দেওয়া হলো না, এস এস কে এম এ মৃত্যু ধুপগুড়ির বিজেপি বিধায়কের

নিজস্ব সংবাদদাতা : বিধানসভার বাদল অধিবেশনে আর যোগ দিতে পারলেন না জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধুপগুড়ির বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। কলকাতায় গিয়েছিলেন বিধানসভার বাদল অধিবেশনে যোগ দেওয়ার জন্য।

     

     

    প্রসঙ্গত তিনি রবিবারই অসুস্থ হয়ে পড়েন, এরপর তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকালে কলকাতা এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। দলীয় নেতার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। বিষ্ণুপদ রায়ের বয়স হয়েছিল ৬১ বছর।