|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : মুহূর্তে বড় খবর পাওয়া গেলো ইসরো থেকে। চাঁদের বুকে খোঁজ মিল্লো ভারতের বিক্রমকে। আজ কিছুক্ষণ আগেই ইসরো প্রধান কে সিভান বিবৃতি দিয়ে জানান, ‘আমরা চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের খোঁজ পেয়েছি। আমাদের অরবিটার ল্যান্ডারের থার্মাল ইমেজ তুলে পাঠিয়েছে। তবে এখনও পর্যন্ত যোগাযোগ স্থাপন করা যায়নি। খুব তাড়াতাড়ি যোগাযোগ করা হবে।’ এর ফলে মনে করা হচ্ছে ল্যান্ডারটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এখনও।