দুধের গাড়ি উল্টে জখম ১ রাজ্য 8 April 2019 by নতুন গতি শুভদীপ পতি; হলদিয়া: আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা রাজ্য সড়কের দেউলপোতার নিকট হলদিয়া গামী এক দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় গাড়ির চালকের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহত চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।