|
---|
খান আরশাদ, দুবরাজপুর,বীরভূম : বীরভূমের দুবরাজপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ্য তথা দুবরাজপুর ব্লক যুব তৃনমূল-কংগ্রেসের সভাপতি কাশেমুল হকের গাড়ীতে বোমা মারলো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে। রবিবার বীরভূমের খয়রাশোল ও চিনপাইএ জনসভা ছিল বীরভূম তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। খয়রাশোলের সভায় অনুব্রত এলাকায় হিংসা ও খুনের রাজনীতি বন্ধ করতে সকলকে আহ্বান জানান। এরপর তিনি দুবরাজপুর ব্লকের চিনপাইএ জনসভা করেন। সেই জনসভায় যোগ দিতে গেছিলেন তৃনমূল নেতা কাশেমুল হক। কাশেমুল জানান সেখান থেকে নিজের বাড়ী ফেরার সময় রাত্রি প্রায় সাড়ে সাতটা নাগাদ রাস্তায় দুষ্কৃতিরা তাঁর গাড়ীতে হামলা চালায়। কাশেমুলের বাড়ী দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের আমুড়ি গ্রামে। তরুলিয়া থেকে আমুড়ি যাওয়ার রাস্তায় কাশেমুলের বাড়ীর প্রায় ১ কিলোমিটার দুরে তাঁর গাড়ী লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা। প্রথম বোমাটি গাড়ীর সামনের চাকার কাছে পড়ে। এই বোমাটি লক্ষভ্রষ্ট হলেও অপরটি গাড়ীতেই এসে লাগে। ঘটনায় যদিও কেউ জখম হননি। বোমার আঘাতে গাড়ীর কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খয়রাশোলের জনসভায় অনুব্রতর হিংসা-খুনের রাজনীতি বন্ধ করার আহ্বানকে তোয়াক্কা না করে তার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটায় দুষ্কৃতিরা। ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দেয় এলাকায়। এ বিষয়ে দুবরাজপুর থানার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান কাশেমুল। ঘটনার তদন্ত করছে দুবরাজপুর থানার পুলিশ।