|
---|
এম এস ইসলাম,বর্ধমান : বর্ধমান শহরের পার্কাস রোডের গর্বের ছেলে সেখ আব্দুল আমিন । গবেষণায় আন্তর্জাতিক মর্যাদা অর্জন করছেন । এ বছর (২০২২) বিশ্বব্যাপী শীর্ষ 2% বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪২ জন অধ্যাপক এবং গবেষক বিশ্বব্যাপী শীর্ষ 2% বিজ্ঞানীদের তালিকা রয়েছেন। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই তালিকা তৈরি করেছেন। তারা ১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত সমস্ত অধ্যাপক এবং গবেষকদের স্কোপাস প্রোফাইল এর উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বার ই প্রথম এতো জন অধ্যাপক এবং গবেষক বিশ্বব্যাপী শীর্ষ 2% বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন। ৪২ জনের মধ্যে বেশ কয়েকজন আছেন, যারা পর পর তিনবার এই তালিকাভুক্ত হলেন। উল্লেখ্য যাদবপুরের গবেষক সেখ আব্দুল আমিন পর পর তিনবার বিশ্বব্যাপী শীর্ষ 2% বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন। সর্বকনিষ্ঠ এই গবেষক তার পিএইচডি থিসিস জমা দিয়ে বর্তমানে জেআইএস বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক। তার গবেষণার কাজ মূলত ক্যানসার নিয়ে। গণনামূলক রাসায়নিক জীববিজ্ঞান এবং অনুর আকারের গঠন-ক্রিয়াকলাপের সম্পর্ক বিশ্লেষণ সহ ছোট অণুর নকশা এবং সংশ্লেষণ নিয়ে কাজ করেন। আমিন বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক/জাতীয় জার্নালে তার ছিয়ানব্বই টি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। বর্ধমানের এক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা সেখ আব্দুল আমিন এর এই কৃতিত্বে আনন্দিত তার বন্ধুবান্ধব ও ছাত্র ছাত্রীরা। তিনি জানান, “খুব ভালো লাগছে। আব্বা মা এর দুয়া এবং অধ্যাপক তরুণ ঝা এবং শোভনলাল গায়েন স্যারের সাহায্য ছাড়া এই জায়গায় আসতে পারতাম না।”