|
---|
সংবাদদাতা : ১১ ই অক্টোবর পুরসা ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির করল হাসপাতাল কতৃপক্ষ। এদিনের শিবিরে রক্ত দিলেন হাসপাতালের বিএমএইচও, ডাক্তার, আশাকর্মী, পুলিশ, সিভিক ভলেন্টার থেকে সাধারণ মানুষ। হাসপাতালের বিএমএইচও ফারুক হোসেন জানান, ১৯৮২ সালের ১১ ই অক্টোবর দিনে ওই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছিল। এই হাসপাতালটি নির্মান করতে জাতীয় সড়ক লাগোয়া এককালীন আড়াই একর জমি দাম করেন পুরসার বাসিন্দা হাজী আব্দুল জব্বার মন্ডল। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ৩২ বছর পূর্বে। হাজী আব্দুল জব্বার বাবুকে সম্মান জানাতে, এদিন জমিদাতাদের তিনটি পরিবারের হাতে একটি করে স্মারক তুলে দেন বিএমএইচও ফারুক হোসেন। এদিনের শিবিরে ষাট জন মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। জমিদাতার পরিবারের সদস্য নুরআলম মন্ডল জানান, তার দাদু হাজি আব্দুল জব্বার মন্ডল এই হাসপাতাল করতে ২ নং জাতীয় সড়কের লাগোয়া আড়াই একর জমি দান করেছিলেন। তার পর থেকে হাসপাতালের অনেক উন্নয়ন হয়েছে। এতদিন তারা কোন সম্মান পায়নি। আজকে হাসপাতালে এসে খুব ভাল লাগলো। ভবিষ্যতে তাদের পরিবারের সকলেই ওই হাসপাতালের পাশে থাকবেন। পরিবারের আর এক সদস্য আসরাফুল মন্ডল বলেন হাসপাতালে অনেক উন্নতি হয়েছে। প্রত্যহ সাত আটশো মানুষ এখানে চিকিৎসা পাচ্ছে। শুনে খুব ভাল লাগছে। বর্তমানে উদ্বোতন কতৃপক্ষ একটি ছোট অপারেশনে থিয়েটার, একটি রক্ত পরীক্ষা কেন্দ্র ও একটি এক্সেরে মেশিন দিলে মানুষের উপকার হবে। এদিন তিনি হাসপাতের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন এখনও যে চাহিদা আছে এলাকার মানুষের সেটা সরকারী ভাবে উদ্দ্যোগ নিয়ে করলে মানুষ উপকৃত হবে। আজকে এই স্মারক সম্মান পেয়ে জমিদাতার পরিবারে সকলেই খুশি হয় বলে জানা যায়।