|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কান্দি থানার অন্তর্গত মহলন্দী ১ গ্রাম পঞ্চায়েত অঞ্চলের জিয়াখর্দ্দ নিম্ন বুনিয়াদ বিদ্যালয়ে মিড ডে মিল সামগ্রীর নিম্ন মানের এবং কম দেওয়া অভিযোগে সেখানকার গ্রাম বাসিরা স্কুলের প্রধান শিক্ষিকা ছন্দা মজুমদার ( ঘোষ) কে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
এলাকা মানুষের বক্তব্য লকডাউন আসার পর থেকেই প্রায় মিড মিল সামগ্রী যেমন সোয়াবিন আলু নিম্ন মানের দেওয়া হয়।
গত কয়েক মাস থেকে চল্লিশ টাকার সোয়াবিনের প্যাকেট দেওয়ার কথা থাকলেও মাত্র ১০ টাকার প্যাকেট দিয়ে সমস্ত টাকা গায়েব করত জিয়াখর্দ্দ নিম্ম বুনিয়াদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা মজুমদার ( ঘোষ)।
শিশুদের খাদ্য সামগ্রীর টাকা ছয়লাপ না করার জন্য বার বার বলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে বৃহস্পতিবার দশটার পর গ্রাম বাসিরা বিক্ষোভ দেখায়, মিড ডে মিল বয়কট করে, কান্দি থানার পুলিশ সাফিকুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।