|
---|
জলপাইগুড়ি: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হল স্টুডেন্টস ডে। এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ি শহরে একটি মিছিল রের করা হয়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় অবস্থিত সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বেরিয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে।
এই মিছিলে অংশ নেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, “রাজ্য সরকারের ঘোষণা মতে সারা সপ্তাহ ধরে জলপাইগুড়িতে পালিত হচ্ছে স্টুডেন্টস ডে। এদিন মিছিলের মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও কন্যাশ্রী সহ ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর প্রচার করা হয়।”