|
---|
মালদা: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক পিকআপ ভ্যান চালকের। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোল থানার ২১ মাইলে এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে । এই ঘটনায় ঘাতক ডাম্পারের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে আসে গাজোল থানায় । মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত জন্য পাঠানোর ব্যবস্থা করেছে গাজোল থানার পুলিশ।
মৃতের এক ছেলে অনুকূল মণ্ডল জানিয়েছেন , তার বাবার নাম রাম মন্ডল (৫৫)। তিনি পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন । এদিন রাতে পিকআপ ভ্যানে বেগুন লোটকরে নিয়ে বাড়ি ফেরার সময় গাজোলের ২১ মাইল এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানে ধাক্কা মারে। সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় রাম মন্ডল নামে ওই ব্যক্তির। মৃতের বাড়ি গাজোল থানার পান্ডুয়ার ধোয়াদিঘী এলাকায় । এই ঘটনায় পিকআপ ভ্যান চালকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।