|
---|
উজির আলি,চাঁচল:২৪ ডিসেম্বর
দুস্কৃতির হাতে গুলিবিদ্ধ হল এক বেসরকারি ব্যাঙ্ক কর্মী।বৃহস্পতিবার বিকেলে মালদহের চাঁচল থানার মুলাইবাড়ির ঘটনা।পুলিশ জানায়,গুলিবিদ্ধ ওই ব্যাঙ্ক কর্মীর নাম শ্রীকৃষ্ণ চৌধুরী(২৪)পুরাতন মালদহের রশিদা বাগানপাড়ার বাসিন্দা।চাঁচলের একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন।মুলাইবাড়ির জনবসতি শূন্য এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।পরে রক্তাক্ত অবস্থায় চাঁচল হাসপাতালে ভর্তি করান বাসিন্দারাই।
আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে।পিঠে গুলি লাগাই লুটিয়ে পড়ে ওই ব্যাঙ্ক কর্মী।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলে।
স্থানীয় বাসিন্দা মহবুল হক জানান,রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি এবং চাঁচল হাসপাতালে নিয়ে যায়। ব্যাগসহ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে দাবি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।