|
---|
সজল দাশগুপ্ত , শিলিগুড়ি : কিংবদন্তী ফুটবলার গোষ্ঠ পালের আজ ১২৭ তম জন্ম দিবস। বাংলার ফুটবলের এই উজ্জ্বল নক্ষত্রর জন্ম দিবস পালন করা হল শিলিগুড়ি পুরসভার তরফ থেকে। এদিন সকালে গোষ্ঠ পালের জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিনি কিংবদন্তী ফুটবলারের মুর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। বাংলা তথা ভারতের ইতিহাসে উজ্জ্বল ফুটবল নক্ষত্র গোষ্ঠ পাল। যিনি খালি পায়ে খেলে ইংরেজদের হারিয়েছিলেন। মোহনবাগানের ফুটবলের ইতিহাসে যেই নামগুলি প্রথম সারির মধ্যে রয়েছে, তার মধ্যে অন্যতম হলেন গোষ্ঠ পাল। যার পায়ের ফুটবল জাদু এক অসাধারন অধ্যায়। যতদিন ফুটবল খেলার প্রচলন থাকবে, ততদিন গোষ্ঠ পালের নাম উচ্চারিত হবে।