মেসির ম্যাজিকে লিগ কাপ চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি

সজল দাশগুপ্ত,: আবারো মেসি ম্যাজিক অব্যাহত। মেসি ম্যাজিকের উপর ভর করে রোমাঞ্চকর ফাইনাল জিতল ইন্টার মিয়ামি।শনিবার রাতে লিগ কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়। ন্যাশভিল এসসিকে সাডেন ডেথে ১০-৯ গোলে হারিয়ে দেয় ইন্টারমিয়ামি। ফাইনাল ম্যাচ জিতে টানা ধারাবাহিক ভাবে টানা সাতটি ম্যাচ জয়ী হলো ইন্টার মিয়ামি।

     

    ফাইনাল ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে ইন্টার মিয়ামি ম্যাচের বয়স যখন ২৩ মিনিট ,গোল করে দলকে এগিয়ে দেন মেসি।দলে যোগ দেওয়ার পর এই গোল নিয়ে মেসির ইন্টার মিয়ামির হয়ে দশম গোল ।

     

    দ্বিতীয়ার্ধে ন্যাশভিলের তরফে ফাফা পিকাল্ট ৫৭ তম মিনিটে গোল করে দলের সমতা ফিরিয়ে আনে। এরপর নির্ধারিত সময় আর কোন দল গোল করতে পারেনি।

     

    সেই জন্য খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে । ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিকো শেষ কিক মিস করার সাথে সাথে ১০-৯ গোলে লিগ কাপ জিতে নেয় মেসির ইন্টার মিয়ামি।