সম্পন্ন হল ইয়ুথ ক্লাবের খুঁটি পুজো,উপস্থিত রাজ্য সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: গঙ্গারামপুর শহরের বহু পুরনো ইউথ ক্লাবের দুর্গাপুজা ।আর ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিবছর দর্শক টানতে থাকে নতুন নতুন থিম। এবারও তার ব্যাতিক্রম হবে না এমনটাই ক্লাব সূত্রের খবর।

    এদিন রবিবার সকাল ইয়ুথ ক্লাব প্রাঙ্গনে খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেল। উক্ত খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থাৎ নিজের হাতে ক্লাবের খুঁটি পুজোর সম্পন্ন করলেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি জানান,ধর্ম যার যার উৎসব সবার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।এবার ক্লাবের দুর্গ পুজো মহা ধুমধামে পালিত করবে ক্লাব সদস্যরা বলে জানান তিনি ।

     খবর জেলা বাসীর নজর কারতে থাকছে বিশেষ চমক এমনটাই ক্লাব সূত্রের খবর ।