তৃণুমুল ছেড়ে বিজেপি তে যোগ দিলেন বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ

নতুন গতি নিউজ ডেস্ক: তৃণুমুল ছেড়ে বিজেপি তে যোগ দিলেন বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।শুক্রবার চাঁচলের বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান শিবিরের আয়োজন করা হই।এই দিন উওরমালদার সাংসদ খগেন মূর্মুর হাত ধরে এই দিন চাঁচল ও মালতী পুর বিধানসভার বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই বিজেপিতে যোগদান করেন।

    তাদের হাতে দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানান উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু।পাশাপাশি যোগদান শেষে রাস্তায় নেমে আট থেকে আশি পথচলতি মানুষদের দাঁড় করিয়ে তাদের মুখে মাস্ক পরিয়ে দেন উত্তর বিজেপি সংসদ খগেন মুর্মু সহ চাঁচল বিজেপির অন্যান্য কার্যকরতা গণ।মাস্ক বিতরণ শেষে গত ছয় বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি কি উন্নয়ন মূলক কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি চিঠি বিলি করা হয়।

    উল্লেখ্য,২০২১ বিধানসভা নির্বাচন।এই বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করেছে রাজ্য বিজেপি।তাই বিধানসভা নির্বাচনের আগে চাঁচলে এই দিন ৫০০ টি সংখ্যালঘু পরিবারের মানুষ এই দিন বিজেপিতে যোগদান। তাদেরকে দলে স্বাগত জানান চাঁচলের বিজেপির কার্যকর্তা গণ।