ব্যাঙ্ক ডে উপলক্ষে সামসি এগ্রিল হাই স্কুলে স্টেট ব্যাঙ্কের তরফে এদিনের ওই বৃক্ষরোপণ কর্মসূচি

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: গাছ লাগান, প্রাণ বাঁচান। পরিবেশ রক্ষায়, পরিবেশকে সুস্থ রাখতে গাছের ভূমিকার কথা সকলেরই জানা। আর পরিবেশ সুস্থ থাকলেই মানুষ সুস্থ থাকবেন, ভালো থাকবে। কিন্তু চারপাশে মাঝেমধ্যে গাছ কেটে ফেলার মতো অভিযোগ শোনা যায়। ফলে বিঘ্নিত হচ্ছে পরিবেশ। যার জেরে বিশ্বজুড়ে উষ্নায়ন ঘটে চলেছে। তাই উষ্নায়ন রুখতে গাছ না কেটে তা রক্ষার পাশাপাশি নতুন করে গাছ লাগানোর কথা বলা হচ্ছে। সরকারি তরফে, বিগ্গানীদের তরফে তা নিয়ে লাগাতার প্রচারও চালানো হচ্ছে। সে কথা মাথায় রেখেই করোনার আবহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল মালদহের সামসিতে।

    বুধবার ছিল একইসঙ্গে ব্যাঙ্ক ডে ও ডক্টরস ডে। ব্যাঙ্ক ডে উপলক্ষে সামসি এগ্রিল হাই স্কুলে স্টেট ব্যাঙ্কের তরফে এদিনের ওই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। স্টেট ব্যাঙ্কের সামসি শাখার উদ্যোগে সামসি এগ্রিল হাই স্কুলে লাগানো হয় শতাধিক গাছ। যার মধ্যে রয়েছে দেবদারু থেকে শুরু করে নানা ফল ও ফুলের গাছ।বুধবার সামসি এগ্রিল হাই স্কুলে ওই কর্মসূচিকে ঘিরে কার্য়ত চাঁদের হাট বসেছিল। সামাজিক দূরত্ববিধি মেনে সেখানে হাজির ছিলেন এলাকার সর্বস্তরের বিশিষ্টমানুষজন। যাদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন সামসি ফাঁড়ির অফিসার ইনচার্জ মৃনাল চট্টোপাধ্যায়, সামসি এগির্ল হাই স্কুলের পরিচালন সমিতির বর্তমান সভাপতি শিবপ্রসাদ সাহা, প্রাক্তন সভাপতি স্বপন সরকার, প্রাক্তন সম্পাদক তাপস সাহা, সমাজপ্রেমী ভাস্কর দাস, আইএনটিটিইউসি নেতা ভবেশ সাহা, সামসি বইমেলা কমিটির সম্পাদক বিষ্নু বিশ্বাসস সীতাদেবী গার্লস বাই স্কুলের প্রাক্তন সম্পাদক ভগবল আগরওয়ালা সহ আরও অনেকেই।

    এদিন সামসি এগ্রিল হাই স্কুল চত্বরে নিজের হাতে গাছ লাগান সামসি স্টেট ব্যাঙ্ক শাখার ম্যানেজার অনিরুক্ষ ব্যানার্জী। হাজির ছিলেন ব্যাঙ্কের বেশ কয়েকজন কর্মী। এছাড়া সামসি স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে, কয়েকজন শিক্ষক, শিক্ষাকর্মী সহ বেশ কিছু পড়ুয়াও হাজির হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে হাত লাগান।ব্যাঙ্কের ম্যানেজার অনিরুক্ষ ব্যানার্জী বলেন, পরিবেশকে সুস্থ রাখতে গাছের ভূমিকা অনস্বীকার্য়। তাই এদিন ব্যাঙ্ক ডে উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়। সামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে বলেন, ব্যাঙ্ক বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের স্কুলকে বেছে নেওয়া আমরা খুশি। এতে স্কুলের পরিবেশ, সৌন্দর্য় আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।