|
---|
নিজস্ব সংবাদদাতা,মালদাঃ মালদার পাকুয়াহাট থেকে বামনগোলা ও গাজোল যাবার রাস্তা বেহাল অবস্থা থাকায়।বামনগোলা থানা ও পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির উদ্যোগে পাকুয়াহাটে বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার করার কাজে হাত লাগালেন পুলিশ নিজেই বামনগোলা থানা ওসি অভিষেক তালুকদার ও পাকুয়াহাট ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অজয় শঙ্কর চৌধুরী সহ বিভিন্ন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।
এই কাজে গিয়ে এসেছিলেন এদিন ইন্দিরা মোড়, ট্রাফিক মোড় পাকুয়া গাজোল রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা নিজেরাই হাত লাগিয়ে কাজ শুরু করলেন। এই মূহুর্তে করোনা যুদ্ধে পুলিশ প্রশসন রাত দিন এক করেই কাজ করেছে তারি মাঝে সাধারণ মানুষের যাতায়াতের কোন অসুবিধে না হয় সেই দিকে নজর রেখে এবার নিজারাই রাস্তায় নেমে পরলেন এই পরিস্থিতি দেখে বামনগোলা ব্লকে সাধারণ মানুষ পাশে দারানোর পুলিশের মানবিক রুপ উঠে দেখে সাধারণ মানুষ ও পথ চলতি মানুষ পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।