ভারতীয় রেলে বন্ধ হয়ে যাচ্ছে নতুন নিয়োগ,ছাঁটাই হতে চলেছে আগে নিযুক্ত কর্মচারী

নতুন গতি ওয়েব ডেস্ক: কর্মচারীর নিরিখে ভারতের সর্ববৃহৎ সংস্থা ভারতীয় রেল। এই সংস্থাতে বন্ধ হয়ে যাচ্ছে নতুন নিয়োগ,ছাঁটাই হতে চলেছে আগে নিযুক্ত কর্মচারী। বৃহস্পতিবার ভারত সরকারের রেলওয়ে বোর্ড থেকে এক নোটিফিকেশন (নং- E(MPP)2018/1/1 তারিখ: 02/07/2020) জারি হয়নি। নোটিফিকেশন অনুযায়ী, সেফটি ছাড়া নতুন পদ সৃষ্টিতে স্থগিতাদেশ। শেষ ২ বছরে সৃষ্ট পোষ্ট গুলিকে রিভিউ করা। যদি সেগুলিতে নিয়োগ না হয়ে থাকে, তাহলে পোষ্ট গুলি ফ্রিজ করে দেওয়া। বর্তমান ভ্যাকান্সিগুলির ৫০% সারেন্ডার করা, মানে নিয়োগ যাতে না হয় তা নিশ্চিত করা। বোর্ডের এই সিদ্ধান্ত চরম ভাবে মেনে চলতে হবে। এই বিষয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে আলাদা করে জানিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশ সম্পূর্ণ ভাবে ভারত সরকারের অর্থ মন্ত্রকের নির্দেশ মেনেই ইস্যু করা হয়েছে।