ডেপুটি মেয়র পদে রঞ্জন সরকারের নাম ঘোষনা হবার সাথে শেষ শিলিগুড়িতে রাজনৈতিক আলাপ আলোচনা

শিলিগুড়ি: ডেপুটি মেয়র পদে রঞ্জন সরকারের নাম ঘোষনা হবার সাথে সাথেই যাবতীয় ফিসফিসানি বন্ধ হয়ে গেল শিলিগুড়িতে।কার হাত শক্ত হল,কে কে বের হয়ে গেলেন এটাও কালকের পরে ঠিক হয়ে যাওয়াতে শিলিগুড়িতে রাজনৈতিক আলাপ আলোচনা শেষ হয়ে গেল।

    এবারে রঞ্জন শীলশর্মার নাম আলোচনা না হওয়াতে অবাক হয়েছেন অনেকেই।এবারে তৃণমূলের সাইত্রিশ জন কাউন্সিলার বসবেন শিলিগুড়ি পুরসভাতে।কাজেই একে অন্যের সাথে একটা আবছা প্রতিদন্ধীতা থাকবেই বলে ধরে নিচ্ছে শিলিগুড়ির অভিজ্ঞ রাজনৈতিক মহল।মহিলাদের মধ্যে একমাত্র শ্রাবনী দত্ত ছাড়া সবাই নতুন কাজেই তাকে বাদ দিয়ে নতুনদের মধ্যে একটা লড়াই শুরু হবে বলে মনে করছেন অনেকেই।

    এবারে গৌতম দেব জানিয়েছেন এই লিষ্ট পুরোপুরি মুখ্যমন্ত্রীর পছন্দের,তার কোন হাতই নেই কাউকে বের করা কিংবা কাউকে বের করা নিয়ে।তবে অনেকেই মনে করছেন জেলা সভাপতি পাপিয়া ঘোষের পছন্দের দলকেই মেনে নিয়েছেন কিছুটা হলেও মুখ্যমন্ত্রী।আগামী দিনে শিলিগুড়িতে যে তিনটে মুখ নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে একটা লড়াই তৈরী হলেও হতে পারে বলে মনে করছে শিলিগুড়ির রাজনৈতিক মহল।