উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য, ভোটের ময়দানে একেএম ফারহাদ

ইসরাফিল বৈদ্য,শাসন : বিগত রাজ্য সরকারের আমলে রাজ্য রাজনীতির আলোচনায় বারে বারে উঠে আসতো উঃ চব্বিশ পরগনা জেলার শাসন। সেই শাসনের মাটি থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করা তৃণমূল কংগ্রেস কর্মীরা বর্তমান সময়ে শান্তি সম্প্রীতি রক্ষায় অনেকাংশে সফল এবিষয়ে সন্দেহের অবকাশ নেই। আসন্ন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন পুরো রাজ্য জুড়ে ৮ ই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতা দখলের লড়াইয়ে রাজনৈতিক দলগুলো এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধীদের। রাজ্যের অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশন সবরকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচুর আসনে জয়লাভ করে। শাসনের অন্তর্গত কৃত্তীপুর -১ নং অঞ্চলের খড়িবাড়ি আন্দুলিয়ার ছেলে দীর্ঘদিন ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা বর্তমান তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা বিদায়ী উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ,দু’বারের হজ্ব কমিটির সদস্য সমাজসেবী একেএম ফারহাদ ।

    বলাবাহুল্য ১৫ ই জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বারাসাত মহাকুমা শাসকের দপ্তরে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন আন্দুলিয়ার ঘরের ছেলে তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।বারাসাত -২ ব্লকের কীর্তীপুর-১, কৃর্তীপুর-২, ও দাদপুর অঞ্চল নিয়ে গঠিত ৩৮ নং কেন্দ্রের প্রার্থী হিসাবে সমাজকর্মী তথা বিশিষ্ট শিক্ষাবিদ একেএম ফারহাদ এর মতো মানুষ কে পেয়ে এলাকাবাসী খুশি বলে জানায় স্থানীয়রা।প্রনিদিনের ন্যায় রবিবার দলীয় কার্যালয়ে আলোচনা ও পথচলিত মানুষের সঙ্গে করমর্দন ও দোকান এবং বাড়িতে বাড়িতে জনসংযোগে পৌঁছে গিয়ে সুখ দুঃখের অংশীদার হয়ে যায় ফারহাদ।প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করে কাজের মানুষ হিসেবে পরিচিত ফারহাদ জানায় দলীয় সুপ্রিম মমতা ব্যানার্জি ও যুব সমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগিয়ে চলেছি‌।পাশাপাশি রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম,জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, কাকলি ঘোষ, রথীন ঘোষ,সহ দলীয় নেতৃবৃন্দদের দেখানো পথেই মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার বার্তা দেয়। প্রার্থীর কথায় এই ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করবে দলীয় প্রার্থীরা।