জেল থেকে প্যারোলে মুক্তি পেলেন ডেরা সাচা সৌদার প্রধান তথা ধর্ষণের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং

জেল থেকে প্যারোলে মুক্তি পেলেন ডেরা সাচা সৌদার প্রধান তথা ধর্ষণের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং

     

     

    নতুন গতি ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগে ধর্ষণ মামলায় সাজা পেেয়েছিলেন বাবা রাম রহিম। গত ২৪ অক্টোবর হরিয়ানার বিজেপি সরকার চুপিসাড়ে তাকে প্যারোলে মুক্তি দিয়েছে বলে জানাযায়।

    সূত্রের খবর, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মনােহর লাল খট্টর ও হরিয়ানা সরকারের কিছু উচ্চপদস্থ আধিকারিকরাই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। বলা হচ্ছে যে, গুরমিত রাম রহিম নিজের অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য এদিনের প্যারোল চেয়ে ছিলেন। তার মা গুরু গ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

    ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ একটি রিপাের্টে এই খবর নিশ্চিত করেছে। রােহতকের এসপি রাহুল শর্মা টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময়েও বাবা রাম রহিমের মুক্তির কথা স্বীকার করেছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া ও আসার জন্য ১০০ জন সেনা জওয়ানের ব্যবস্থা করা হয়েছিল।

    সূত্রের খবর, ওই সেনা জওয়ানরাও জানতেন না যে, হঠাৎ রাম রহিমকে কেন জেলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি যে পুলিশ গাড়িতে তাঁকে বসানাে হয়েছিল তা পর্দা দিয়ে ঘেরা ছিল। যাতে করে ভিতরে কে আছে, তা বাইরের কেউ না দেখে ফেলে। খট্টর সরকারের এই গোপন কার্যকলাপ ফাঁস হওয়ার পরই জোর বিতর্ক শুরু হয়েছে।