|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সদ্য নির্বাচিত সভাপতি শ্রী আজাহার মল্লিক’র নেতৃত্বে যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
, সেই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন আসিফ খান( সাধারণ সম্পাদক, প্রদেশ যুব কংগ্রেস), পূরব বসু ( সাধারণ সম্পাদক ,প্রদেশ যুব কংগ্রেস), শুভার্থী চক্রবর্তী( সম্পাদক, প্রদেশ যুব কংগ্রেস) সহ অন্যান্য নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল কলকাতার মেয়ো রোডে অবস্থিত গান্ধীমূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে অবস্থানরত 1st SLST-2016 এর শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন।