|
---|
সেখ সামসুদ্দিন : ১৫ অক্টোবর, মেমারি কালীতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির ৫০ বছর উদযাপন উপলক্ষে এলাকার শতাধিক মানুষকে বস্ত্র উপহার প্রদান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোনালী বাগ, বাম বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ কোঙার, নীলাঞ্জনা রুদ্র, সেখ জামাত আলী সহ পুজো কমিটির সভাপতি সমনেন্দ্রনাথ দাশগুপ্ত ও অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতি জানান হিসাব অনুযায়ী ৫০ বৎসর গত বছর পালন করার কথা থাকলেও পুজো কমিটির কিছু প্রিয় মানুষ অকালে পরলোকগমন করায় অনুষ্ঠান স্থগিত রাখা ছিল, যা এই বছর করা হচ্ছে। পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন ১৮ অক্টোবর। এই পুজো থিমের প্রতিযোগিতায় থাকে না। একমাত্র প্রতিমা প্রতিযোগিতাতেই প্রতিবছর পুরস্কার অর্জন করে থাকে এবং এবছরও প্রতিমা প্রতিযোগিতাতেই সেরা হওয়া লক্ষ্য।