স্বেচ্ছাসেবী সংস্থা আঁচলের বস্ত্র উপহার

সেখ সামসুদ্দিন, ১৫ অক্টোবরঃ বাঙালির বড় উৎসব দুর্গাপুজো এই পুজো উপলক্ষে মেমারি স্বেচ্ছাসেবী সংস্থা টিম আঁচল পাঁচ শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেন। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা এক বিদ্যালয় এর মঞ্চে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, জেলাপরিষদের বন ও ভূমি সংরক্ষণ কর্মাধ‍্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির ও কেন্দ্রীয় পুজো কমিটির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, ইউনিট -১ সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, দিপেন্দ্র সরকার, দেবযানী রায়চৌধুরী, সন্দীপ রায় , অ্যাডভোকেট আইভী ভট্টাচার্য্য প্রমুখ। সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়, “পূজোয় আনন্দ করুন অন্যকে সমস্যায় ফেলে নয়। মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, বাজি ফটকা পরিত্যাগ করুন। প্রত্যেকের সতর্কতায় উৎসব হয়ে উঠুক আনন্দমুখর।”