|
---|
দেবজিৎ মুখার্জি: ১০০ দিনের প্রকল্পের বঞ্চিতদের লেখা চিঠি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হল না।
উল্লেখ্য, তৃণমূল প্রতিনিধি দলের মিছিল আটকাতে এলাকা ঘিরে রাখে পুলিশ। পুলিশের ঘেরাটোপের মধ্যে দিয়ে প্রায় দেড় কিলোমিটার হেঁটে কৃষি ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধিরা। এমনকি কৃষি ভবনের বাইরে মোতায়েন করা হয় জলকামানও।