|
---|
নিজস্ব সাংবাদাতা, সুতি : ফাঁকা জায়গায় জমে থাকা জলে অসাবধানতাবসত পরে গিয়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। মঙ্গলবার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রাম পঞ্চায়েতের বানিপুর মধ্যপাড়া গ্রামে। মৃত ওই শিশুর নাম ফারহান শেখ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বানিপুর মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির ফাঁকা জায়গায় জল জমে রয়েছে। বারবার বলার পরেও সেই ফাঁকা জায়গায় কোনরকম প্রাচীর দেওয়া হয়নি। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও খেলা করছিল শিশুটি। কিন্তু এদিন খেলা করার সময় হঠাৎ জমা জলে পড়ে যায় সে। তখনই কার্যত ডুবে মৃত্যু হয় ছোট্ট শিশুটির। বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে কার্যত হৈচৈ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।