|
---|
সেখ সামসুদ্দিন : ৩ অক্টোবরঃ মেমারি শহরের ঐতিহ্যময় প্রাচীন সার্বজনীন দুর্গোৎসব সোমেশ্বরতলা দূর্গাপূজা কমিটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রীতি পদযাত্রা। সাদা পায়রা উড়িয়ে এই পদযাত্রার সূচনা করেন মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী ও উপ পৌরপ্রধান তথা সোমেশ্বরতলা দূর্গাপূজা কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত। এই ৭৫ বছরকে সামনে রেখে ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ, খুঁটিপুজো ইত্যাদি কর্মসূচি করা হয়েছে। আজ ৩ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের নথিভুক্ত লোকশিল্পী রণপা নৃত্য, ঘোড়া নাচ সহ ট্যাবলো সহ বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। সোমেশ্বর তলাপাড়া থেকে শুরু করে সোনাপটি, বাজার রেলগেট, স্টেশন বাজার, নিমতলা, নিউমার্কেট, বামুনপাড়া মোড়, নবপল্লী মোড় হয়ে সোমেশ্বর তলায় শেষ হয়। পুজো কমিটির পক্ষ থেকে সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্য্য জানান আগামী মহালয়ার দিন থেকে পুজোর দিনগুলি পর্যন্ত নানান আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে দিনগুলো অতিবাহিত হবে।