|
---|
বাইজিদ মণ্ডল:- ১০০ দিনের বকেয়া আদায় ও আবাস যোজনার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখার প্রতিবাদে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো কর্মসূচিতে, বিধায়ক পান্নালাল হালদার সহ ডা: হা: বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ এর নেতৃত্বে ব্লক ২ সভাপতি অরুময় গায়েন,শিক্ষক নেতা মইদুল ইসলাম,১পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,মহিলা সভানেত্রী মন্মহিনী বিশ্বাস, সৌমেন তরফদার সহ ডায়মন্ড হারবার থেকে সকল তৃণমূলের নেতা কর্মীরা জন্তর মন্তর ময়দানে প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়। এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে উপস্তিত ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন সরাসরি দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে জানালেন