তৃণমূলের কর্মসূচির মাঝেই দিল্লিতে শুভেন্দু

দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার সন্ধ্যা ছটায় কৃষি ভবনে কেন্দ্রের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করবে তৃণমূল। অন্যদিকে এদিনই বিকেল চারটের সময় কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। রাজ্য কত টাকা আত্মসাৎ করেছে তা নিয়ে তথ্য তুলে ধরেন বলে খবর।

     

    এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “তৃণমূলের তিনটি অ্যাজেন্ডা রয়েছে। পরিবারবাদ, দুর্নীতি এবং তুষ্টিকরণ— এই তিন অ্যাজেন্ডায় চলে এই দল। গুন্ডাদের দল। উন্নয়ন করেনা। লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন ফেরাতে রাজনৈতিক কর্মসূচি করছে। নাটক করছে। ওরা গুন্ডাদের দল।”

     

    তিনি আরো বলেন, “১০০ দিনের কাজের প্রকল্পে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে দেশে। তদন্তের প্রয়োজন রয়েছে। বিকেলে মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানাব। এক কোটি ৩২ লক্ষের বেশি ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি এটা। আমরা টাকা আটকাইনি। চুরি আটকেছি।”