ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির! এবারের প্রসঙ্গ রামপুরহাট কান্ড

কলকাতা: রামপুরহাটের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করে শুভেন্দু এদিন বলেন “দেহ লোপাটের চেষ্টা চলছে। মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখা হচ্ছে।”

    মঙ্গলবার রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন BJP বিধায়করা। এরপরই একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন “গতকাল রামপুরহাটে বিস্ফোরণ তদন্তে NIA এবং একাধিক বাড়িতে আগুন লাগার কাণ্ডে CBI তদন্ত চাই।” একইসঙ্গে তিনি বলেন “পুলিশমন্ত্রীর ইস্তফা চাই। এই গোটা ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাই। ছোট আঙারিয়া, নেতাই, নন্দীগ্রামে গণহত্যায় হস্তক্ষেপ করেছে বিচারব্যবস্থা। আশা করি এখানেও হস্তক্ষেপ করবে আদালত।”

    শুভেন্দু অধিকারী জানান, এদিন দুপুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন রাজ্যের বিজেপি সাংসদরা।