বেসরকারী উদ্যোগে গরিব মানুষকে টিকা প্রদান ইলামবাজারে

মহিউদ্দীন আহমেদ, বোলপুর: রবিবার ইলামবাজারের কামাড়পাড়া গ্রামে সাধারন মানুষকে টিকা প্রদান করা হলো। শ্রী বালাজী নামের এক বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে শনিবার ইলামবাজার থানার কামাড়পাড়া গ্রামে এলাকার গরিব, দুঃস্হ, সাধারন প্রায় ২০০ জনকে মানুষকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। সংস্হার কর্নধার উদ্যোক্তা মানব পাল বলেন, ইলামবাজার থানার কামাড়পাড়া সহ আরো কয়েকটি গ্রামের আদিবাসী সহ সাধারন গরিব মানুষ কে কোরনা বিষয়ে সচেতনতা করা হয় ও তাদের ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন নেবার বিষয়ে সাধারন গ্রামাঞ্চলের মানুষের যে ভীতি ছিলো তাও দূর করা হয়। এবার ২০০ জন দিনমজুর, গরিব শ্রমিক সহ স্হানীয় একটি আবাসনের আবাসিকদেরও টিকাকরন করা হয়। উদ্যোক্তা তরুন সমাজসেবী মানব পাল বলেন, গ্রামাঞ্চলের মানুষের কোরনার টীকা নিতে ভয় কাজ করছে। আমরা প্রথমে গ্রামবাসীকে সচেতন করছি যে টীকা নিলে ভয়ের কোন কারন নেই। বরং এটা ভালো। সচেতনতা করার পর তারা টীকা নিতে আগ্রহী হচ্ছেন। আগামী দিনে আমরা এরকম ক্যাম্প আরো করব। এলাকাবাসী টিকা নেবার পর বলেন, আমরা প্রথমে ভয় করছিলাম। কিন্তু টিকা নেবার পর বুঝতে পারলাম এটা শরীরের পক্ষে ভালো।

    কোরনা দ্বিতীয় ঢেউ আসার পর দেশের সাধারন মানুষের অবস্হা খুব খারাপ। এরপর তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। সচেতন মানুষ টিকা নেবার জন্য সরকারী হাসপাতালে লাইন দিচ্ছেন। অনেকে অনলাইনেও আবেদন করছেন। কিন্তু আজ বীরভূমে প্রথম বিনামূল্যে টীকা প্রদান করা হয় শ্রী বালাজী সংস্হার উদ্যোগে।