|
---|
জাহির হোসেন মন্ডল,কলকাতা: পিছিয়ে পড়া সমাজের সংগ্রামের কথা বলতেগেলে আল-আমিনের নামটাই প্রথমে বলতে হয়। প্রায় তিন দশক আগে হাওড়া র খতলপুরকে কেন্দ্র করে পিছিয়ে পড়া গোটা সম্প্রদায়কে অন্ধকার হতে এগিয়ে আনতে আল-আমিন মিশন যে শিক্ষা আন্দলন শুরু করেছিল আজ তা সত্যিই আলচ্চ্য বিষয় হয়ে উঠেছে। এখন এই মিশনের ছাত্র-ছাএীদের ফলাফল সকলের নজর কাড়ল।
এই বছরেই প্রথমবারের মত আল-আমিন-মিশনের ইংরেজি মাধ্যমের শিলিগুড়ি থেকে ৪ জন,খড়গপুর থেকে ২ জন,পাটনা থেকে ১জন ৯০% এর বেশি নম্বরের বেশি নম্বর পেয়ে আল-আমিনের পারিক্ষার ফলাফলের ঐতিহ্য বজায় রেখেছে। এবারে সিবিএসই বোড পরীক্ষা দিয়েছিল মোট ৪৮ জন। এর মধ্যে ৭ জন ৯%, ১৯ জন ৮৫% এর বেশি, ৩০ জন ৮০% এর বেশি, ৩৪ জন ৭৫% এর বেশি এবং ৭০% এর বেশি পেয়েছে ৪১ জন।