সারা বাংলা কবি সম্মেলন সম্মাননা জ্ঞাপন রঘুনাথগঞ্জে

রহমতুল্লাহ,জঙ্গিপুর : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এবং মহান কবি কাজী নজরুল ইসলা-এর মানব চেতনায়, সোমবার সারা বাংলা কবি সম্মেলন অনুষ্ঠিত হয়, চাতক ফাউন্ডেশন এর পরিচালনায় ও বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সহযোগিতায়। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সানাই লজে বেলা ১১ টার সময় নজরুল ইসলামের স্বাগত ভাষণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। এদেন অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন, বিশিষ্ট সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম এবং অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষাবিদ ডা: মজিবর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যানুরাগী আব্দুর রাজ্জাক, ইন্দ্রনীল দাস, শিল্পী রাখী বিশ্বাস, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, গোলাম কাদের, প্ৰমুখ। এদিনের কবি সম্মেলনে উপস্থিত সকল কবিকে কবিতা পাঠের মধ্য দিয়ে রবি-নজরুল স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ৭ জন বিশিষ্ট কবি কে রবি-নজরুল রত্ন সম্মানে সম্মানিত করা হয় এবং নিরলস সাহিত্য সাধনা ও শিক্ষায় স্বীকৃতি স্বরূপ ২জন জন কবি সাহিত্যিক কে ১৪২৮ বর্ষ সেরা কবি-সাহিত্যিক সম্মাননা প্রদান করা হয়। একই মঞ্চে প্রকাশিত হলো দুই বিঘা সাহিত্য পত্রিকা। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মফিজুল শেখ।