বীরভূমের সাঁইথিয়ায় ‘Help Foundation’ এর উদ্যোগে(১ম বর্ষ) গরিব শিশুদের বস্ত্র বিতরন

মঈদুল ইসলাম, নতুন গতি : শারদীয়া দূর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বী মানুষদের প্রধান উৎসব, সবাই নতুন জামা কাপড় পরে সবাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে পুজোর দিনগুলোতে আনন্দে উৎসবে মেতে উঠে, কিন্তু সমাজের গরিব শিশুরা অনেক সময় সেই  উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য সাইথিয়ার কয়েকজন যুবক সচেষ্ট হয়। তারা “Help Foundation” নামে সংস্থা তৈরি করে এই সব পথ চলতি অনাথ ও গরিব শিশুদের হাতে পোশাক তুলে দেয়। আজকে প্রায় ১৫০ জন শিশুর হাতে এই পোশাক তুলে দেওয়া হয়। সংস্থার একজনের কথায় আমরা এই প্রথম বার এই বস্ত্রবিতরন করলাম, পরিবর্তে আমরা আরো বড় আকারে করার চেষ্টা করব। আমরা সাধারন মানুষের কাছেও খুব ভাল সাড়া পেয়েছি। যে সব শিশুরা আজকে নতুন জামা কাপড় পেল তাদের আনন্দ দেখার মত ছিল।